আপনাদের মধ্যে অনেকেই ২৫ থেকে ৩০ হাজার টাকার মধ্যে ভালো ল্যাপটপের খোজ করে থাকেন। মজার ব্যাপার হলো এই বাজেটেও অনেক ভাল ভাল ল্যাপটপ বর্তমান বাজারে রয়েছে। 

সাধারনত এই বাজেটের ল্যাপটপ গুলো নরমালি ব্রাউজিং, অনলাইন ক্লাস, অফিসের কাজ যেমন এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং ভিডিও দেখার জন্য ভাল পছন্দ হতে পারে।


৩০ হাজার টাকার মধ্যে সেরা ৫ টি ল্যাপটপ
৩০ হাজার টাকার মধ্যে সেরা ৫ টি ল্যাপটপ



২৫ থেকে ৩০ হাজার টাকার ল্যাপটপ গুলো সাধারনত হেভি কাজ যেমন গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং বা ফ্রিল্যান্সিং কাজের জন্য উন্নত নয়। তবে নরমাল কাজের জন্য বা অফিসের কাজের জন্য। এই ল্যাপটপ গুলো মোটামুটি ভাল। 


চলুন জেনে নেয়া যাক ৩০ হাজার টাকার মধ্যে সেরা ৫ টি ল্যাপটপ গুলো সম্পর্কে। 



আপনাদের মধ্যে যারা ৩০ হাজার টাকা দামে ভাল ল্যাপটপ কিনতে চান। তাদের জন্য আমি এই বাজেটের সেরা পাঁচটি ল্যাপটপ নির্বাচন করেছি। আমরা এই ল্যাপটপ গুলো নির্বাচন করে কাজের ধরন এবং পারফরম্যান্স এর উপর ভিত্তি করে। তবে এর মধ্যে, প্রথম ৪ টি ল্যাপটপ অর্থাৎ ১,২,৩,৪ নাম্বার ল্যাপটপ গুলো আমার পছন্দের। আর একটি  ল্যাপটপ হলো পারফরম্যান্স এর দিক থেকে আমার পছন্দের ল্যাপটপ গুলোর মতই ভাল পারফ্যান্স দেয়। 


মোবাইল অথবা ল্যাপটপ নির্বাচনের ক্ষেত্রে আমরা কিছু মিনিমাম ক্রাইটেরিয়া রাখি। আমাদের আজকের ল্যাপটপ নির্বাচন করার ক্ষেত্রেও কিছু ক্রাইটেরিয়া রেখেছি ক্রাইটেরিয়া গুলো হলোঃ 


ল্যাপটপের  ডিসপ্লে মনিমাম এইচ ডি+ (HD+) হতে হবে, প্রসেসর ইন্টেল সেলেরন এন ৪০০০ বা এর চেয়ে ভাল কনফিগারেশনের হতে হবে। র‍্যাম হতে হবে কমপক্ষে  ৪জিবি। SSD থাকতে  হবে বা SSD ব্যবহারের জন্য আলাদা স্লট থাকতে হবে। এবং ডিজাইন এর দিকে খেয়াল করেছি আশা করি ল্যাপটপ গুলো আপনাদের পছন্দ হবে।


৩০ হাজার টাকার মধ্যে সেরা ৫ টি ল্যাপটপ

  • ASUS 15X509MA

  • Lenovo IDEAPAD S145GM

  • Acer Aspire 3A314-32

  • HP 14-BW077AU

  • Walton Prelude N5001B


আসুস | ASUS 15X509MA

দেশের বাজারে পরিচিত ব্র্যান্ড আসুস বাংলাদেশে দীর্ঘদিন ব্যাবসা করে আসছে এবং কম্পিউটার, ল্যাপটপ ও অন্যান্য ইলেক্ট্রনিক গ্যাজেট নিয়ে বেশ সুনাম অর্জন করেছে। ৩০ হাজার টাকা বাজেটে আসুস দিচ্ছে ASUS 15X509MA মডেলের ল্যাপটপ টি।


এই বাজেটে আসুস খুব ভাল মানের একটি ল্যাপটপ দিচ্ছে। বেশ কিছু ইউজার রিভিউ নেয়ার পর এই বাজেটে আপনার জন্য এটি একটি সেরা ল্যাপটপ হতে পারে। 


আসুস | ASUS 15X509MA তে যা যা থাকছে: 


  • ডিসপ্লে: ১৫.৬" HD+ LCD ডিসপ্লে 

  • প্রসেসর: ইন্টেল সেলেরন এন৪০০০ প্রসেসর

  • র‍্যাম:  ৪ জিবি 

  • স্টোরেজ: ১ টেরাবাইট

  • গ্রাফিক্সঃ intel UHD Graphic 600


আসুসের এই ল্যাপটপের প্রসেসর পরবর্তী তে আপডেট করা যাবে পেন্টিয়াম সিলভার এন৫০০০ (Pentium Silver N5000) প্রসেসরের সাথে। এছাড়াও আপনি র‍্যাম বাড়িয়ে সর্বোচ্চ ১৬ জিবি পর্যন্ত ব্যবহার করতে পারবেন। অপারেটিং সিস্টেম থাকছে উইন্ডোজ ১০ হোম এডিসন। 


পড়াশোনা কিংবা অফিসের কাজের জন্য এছাড়া টুকটাক ফ্রিল্যান্সিং করার জন্য বেস্ট একটি ল্যাপটপ। মাল্টি টাস্কিং অথবা ভারী কাজের জন্য উন্নত নয় এই ল্যাপটপ টি। 


হালকা কাজের জন্য অথবা মিডিয়া দেখার জন্য বেস্ট একটি ল্যাপটপ। 


মূল্যঃ ২৯,০০০ টাকা মাত্র ।  


লেনোভো | Lenovo IDEAPAD S145

Lenovo Ideapad S145 ল্যাপটপ টি একটি উন্নত মানের ল্যাপটপ। যা এই বাজেটে আপনাকে দিতে পারে একটি সেরা ডিভাইস। 


লেনোভো অনেক বছর ধরেই বাংলাদেশে ল্যাপটপ কম্পিউটার ছাড়াও বিভিন্ন ধরনের গ্যাজেট আইটেম বিক্রি করে আসছে। ৩০ হাজারের মধ্যে লেনোভো দিচ্ছে বাজেট সেরা Lenovo Ideapad S145 ল্যাপটপ টি। চলুন দেখে নেই এই ল্যাপটপ টি তে কি কি থাকছে। 


লেনোভো | Lenovo IDEAPAD S145 তে যা যা থাকছে: 


  • ডিসপ্লে: ১৫.৬" এন্টিগ্লেয়ার LED HD+ ডিসপ্লে 

  • প্রসেসর: Intel CDC N4000 প্রসেসর

  • র‍্যাম: ৪ জিবি 

  • স্টোরেজ: ১ টেরাবাইট

  • গ্রাফিক্সঃ intel UHD Graphic 600


Lenovo এর এই ল্যাপটিতে আপনি চাইলে পরবর্তীতে র‍্যাম বাড়িয়ে সর্বোচ্চ ৮ জিবি পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এছাড়াও রয়েছে SSD Slot যেখানে ব্যবহার করা যাবে সর্বোচ্চ 2TB PCLE SSD। ব্যাটারি ব্যাকাপ পাওয়া যাবে সর্বোচ্চ ৫ ঘন্টা। একটা জিনিষ না বললেই নয়। সেটি হলো লেনেভো তাদের ব্যাটারি ব্যাকাপ নিয়ে বেশ শক্ত।  


মূল্য ২৯,৮৪০ টাকা 



এচার | Acer Aspire 3A314-32

Acer এর Aspire 3A314-32 ল্যাপটপ টি হচ্ছে একটি উন্নত ও ভালো মানের ল্যাপটপ। এছাড়াও এই  ল্যাপটপ টি আপনাদের দিতে পারে ভালো একটি ডিভাইস ব্যবহারের অভিজ্ঞতা।  এই বাজেটের মধ্যে  অন্যান্য ল্যাপটপের তুলনায় অনেক ভাল পারফরম্যান্স পাওয়া যাবে এই ল্যাপটপে।


কেন ভাল পারফরম্যান্স পাওয়া যাবে সেটা জানার আগে চলুন দেখে নেই কি কি রয়েছে এই ল্যাপটপটি তে।


এচার | Acer Aspire 3A314-32 তে যা যা থাকছে: 


  • ডিসপ্লে: ১৪” ডিসপ্লে 

  • প্রসেসর: Intel Pentium Silver N5000 প্রসেসর

  • র‍্যাম:  ৪ জিবি 

  • স্টোরেজ: ১ টেরাবাইট

  • SSD: ১২৮ জিবি 

  • গ্রাফিক্সঃ intel UHD Graphic 605


এছাড়াও আপনি চাইলে এই ল্যাপটপে র‍্যাম সর্বোচ্চ ৮ জিবি পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন। একই সাথে আপনি চাইলে 2TB ( দুই টেরাবাইট) পর্যন্ত স্টোরেজ বাড়িয়ে ব্যবহার করতে পারবেন। এই ল্যাপটপে থাকছে উইন্ডোজ ১০ এর হোম এডিসন। 


ব্যাটারি তে ব্যবহার করা হয়েছে 4810mAh যা দিয়ে খুব ভাল ব্যাটারি ব্যাকাপ পেয়ে যাবেন। 


মূল্য ২৯,৫০০ টাকা মাত্র




এইচপি | HP 14-bw077au

ল্যাপটপ নিয়ে কথা বলছি আর HP থাকবে না তা কি করে হয়? HP এতটাই জনপ্রিয় আপনি অবশ্যই হয়তো এর নাম শুনেছেন। ওভারল পুরো পৃথীবিতে HP অনেক জনপ্রিয়। কেননা অন্যান্য কোম্পানির থেকে HP ব্র্যান্ড অনেক ভালো মানের ল্যাপটপ সরবরাহ করে থাকে। 


এছাড়া HP কোম্পানির ল্যাপটপ এর কোয়ালিটি ও মান যথেষ্ঠ ভাল। আর এই কোম্পানির আফটার সেল সার্ভিস যথেষ্ঠ ভাল। HP ব্র্যান্ডের ল্যাপটপ গুলো এতোটাই জনপ্রিয় যে, কেউ ল্যাপটপ কিনতে গেলে সবার আগে HP কোম্পানির ল্যাপটপ গুলোকে যাচাই করে। 

এইচপি | HP 14-BW077AU তে যা যা থাকছে: 


  • ডিসপ্লে: ১৪” ডিসপ্লে 

  • প্রসেসর: AMD Dual Core প্রসেসর  

  • র‍্যাম:  ৪ জিবি 

  • স্টোরেজ: ৫০০ জিবি

  • SSD: ১২৮ জিবি 

  • গ্রাফিক্সঃ AMD Radeon R2


যেহেতু এই ল্যাপটপের ব্র্যান্ড HP আপনি নিশ্চিত হয়ে এই ল্যাপটপটি নিতে পারেন। HP ব্র্যান্ডের ল্যাপটপ গুলো মানসম্মত আর বর্তমানে HP অনেক জনপ্রিয়। 


আপনি যদি অফিসের কাজ বা ভিডিও দেখা, ব্রাউজিং, মিটিং অথবা অনলাইন ক্লাসের এর জন্য ব্যবহার করতে ল্যাপটপ কিনতে চান তাহলে আপনি এই ল্যাপটপ টি নিতে পারেন।


এই বাজেটে এটি আপনার জন্য একটি ভাল ল্যাপটপ হতে পারে। এছাড়াও আপনি চাইলে এই ল্যাপটপটি দিয়ে ফ্রিল্যান্সিং যেমন, ডিজিটাল মার্কেটিং, অ্যাফিলিয়াট মার্কেটিং, ব্লগিং, প্রোগ্রামিং ইত্যাদি কাজে ব্যবহার করতে পারবেন। 



Walton Prelude N5001B


দেশের ব্র্যান্ড হিসেবে ওয়াল্টন বর্তমানে কম্পিটার ইলেকট্রনিক্স ডিভাইস সহ বেশ কয়েক বছর ধরেই ল্যাপটপ সরবরাহ করে আসছে। যারা কিনা ফ্রিল্যান্সিং এর জন্য ল্যাপটপ নিতে চান তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ Walton Prelude N5001B ল্যাপটপ টি। 


ওয়াল্টন | Walton prelude N5001B তে যা যা থাকছে: 


  • ডিসপ্লে: ১৪” HD+ LED  ডিসপ্লে 

  • প্রসেসর: Intel Pentium Silver N5000 প্রসেসর  

  • র‍্যাম:  ৪ জিবি 

  • স্টোরেজ: ১ টেরাবাইট

  • SSD: ২৫৬ জিবি 

  • গ্রাফিক্সঃ intel UHD Graphic 605


বর্তমানে ওয়ালটন অল্প দামেই খুব ভাল এবং মান সম্মত ল্যাপটপ সরবরাহ করছে। এই ল্যাপটপে আপনি চাইলে ৮ জিবি+৮ জিবি মোট ১৬ জিবি পর্যন্ত র‍্যাম ব্যবহার করতে পারবেন। আলাদাভাবে SSD Slot থাকায় হার্ডডিস্ক এর পাশাপাশি আপনি ৫১২ জিবি SSD ও ব্যবহার করতে পারবেন। ব্যাটারি টাইপ 31WH যার কারণে ব্যাটারি ব্যাকাপ ও খুব ভাল পাওয়া যাবে। 


আপনারা যারা অফিসের কাজ করবেন বা অনলাইন ক্লাস, মিটিং, এক্সেল, ভিডিও দেখা ও ব্রাউজিং এর পাশাপাশি টুকটাক ফ্রিল্যান্সিং করে থাকেন তাদের জন্য এটি একটি সেরা ল্যাপটপ হতে পারে। 


৩০ হাজার টাকার আশেপাশে বাংলাদেশি ব্র্যান্ড ওয়ালটন আপনাকে ভাল একটি ল্যাপটপ দিচ্ছে। যেটা সত্যি অবাঞ্চনীয়। 


মুল্যঃ ৩১,৪৯০ টাক মাত্র 




আমাদের শেষকথা 


৩০ হাজার টাকা বাজেটের মধ্যে বর্তমান বাজারের সেরা ল্যাপটপ গুলো তুলে ধরার চেষ্ঠা করেছি আপনাদের মাঝে। এই বাজেটের মধ্যে সেরা ল্যাপটপের মধ্যে সেরা ৫ টি ল্যাপটপের দাম, কনফিগারেশন, পারফরম্যান্স এবং কোন ল্যাপটপ টি আপনার জন্য সেরা সেটি আমরা এই পোস্ট এ তুলে ধরার চেষ্ঠা করেছি।