IELTS ছাড়া বিদেশে উচ্চ শিক্ষা
বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণ করা বর্তমান সময়ের প্রায় সিংহভাগ শিক্ষার্থীর স্বপ্ন। বিদেশে উচ্চ শিক্ষা একটি স্বপ্নকে জীবন্ত করতে পারে। বর্তমানে বিদেশে পড়াশোনার জন্য IELTS একটি বেশ পরিচিত ও জরুরী পরীক্ষা। এই পরীক্ষা টি প্রায় সব দেশেই গ্রহণযোগ্য এবং বিভিন্ন ভাষার ব্যবহারের জন্য প্রয়োজন। তবে, বিদেশে পড়াশোনার জন্য IELTS পরীক্ষার অতিরিক্ত কিছু বাধা রয়েছে। কিন্তু মজার বিষয় হলো যে, IELTS ছাড়া বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণ করা যায়। চলুন আপনাকে এই বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করি।
প্রিয় পাঠক, এই আর্টিকেলের মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরবো IELTS সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য যা আপনার জানা প্রয়োজন। যেমন, IELTS কি, কেনো প্রয়োজন, এছাড়াও IELTS ছাড়া বিদেশে উচ্চ শিক্ষা কিভাবে গ্রহণ করা যায় ইত্যাদি সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে এই ব্লগ জুড়ে। চলুন জেনে নেওয়া যাক এ সকল বিষয়গুলো সম্পর্কে।
IELTS কি?
IELTS একটি অভিবাসন ভাষা পরীক্ষা। যা আংশিকভাবে “International English Language Testing System” নামে সুপরিচিত। এটি একটি গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় পরীক্ষা যা প্রায় সব দেশেই গ্রহণযোগ্য এবং এটি বিভিন্ন ভাষার ব্যবহারের জন্য ব্যবহিত হয়। জেনে রাখা ভালো যে, এই পরীক্ষা টি দুইভাবে হয়ে থাকে। একটি হলো Academic এবং অন্যটি হলো Genarel Training ।
একাডেমিক পরীক্ষা টি উচ্চ শিক্ষার্থীদের জন্য উপযুক্ত হয় এবং বিশ্ববিদ্যালয়ে অভ্যন্তরীণ প্রবেশের জন্য প্রয়োজনীয় হয়ে থাকে। অন্যদিকে Genarel Training পরীক্ষা টি হয় কর্মজীবীদের জন্য ব্যবহিত হয় যারা কিনা ভিসা, চাকুরি, বা শিক্ষার্থী ভর্তি প্রস্তুতি করছেন।
IELTS কেনো প্রয়োজন?
স্বপ্ন যখন বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণ করার তখন নিজের যোগ্যতা প্রমাণে সবার আগে নাম আসে IELTS পরীক্ষার। আর তাই IELTS অবশ্যই একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা যখন আপনি বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণ করার সিদ্ধান্ত নিবেন।
মাতৃভাষা যখন আপনার ইংরেজি নয় এবং আপনি বিদেশে উচ্চ শিক্ষা অথবা চাকরির জন্য আবেদন করছেন তখন, সেইসব প্রতিষ্ঠান আপনার যোগ্যতা যাচাই করার জন্য IELTS স্কোর যাচাই করে। আর এই পরীক্ষার ফলাফলের মাধ্যমে আপনার যোগ্যতা যাচাই করা হয়।
কেন আন্তর্জাতিক ছাত্ররা আইইএলটিএসকে ভয় পায়?
আন্তর্জাতিক ছাত্ররা আইইএলটিএস (IELTS) পরীক্ষা কে ভয় পাওয়ার অন্যতম কারণ হলো ইংরেজি তাদের প্রথম ভাষা নয়। আন্তর্জাতিক ছাত্ররা কখনও কখনও আইইএলটিএস (IELTS) একটি জটিল ও সমস্যাপূর্ণ পরীক্ষা মনে করেন। এর মধ্যে কিছু কারণ হতে পারে যেমন:
ভাষা ও সাধারণ জ্ঞানের সীমাবদ্ধতা: আইএলটিএস একটি আন্তর্জাতিক পরীক্ষা যা বিভিন্ন ভাষার ছাত্র-ছাত্রীদের জন্য উপলব্ধ। তবে, একটি ভাষার সাথে পরিচিত না হলে পরীক্ষার সময় সমস্যার মনে হতে।
এছাড়াও, পরীক্ষার জন্য প্রয়োজনীয় সাধারণ জ্ঞান প্রাপ্ত না থাকলে এটি সমস্যা তৈরি করতে পারে।
পরীক্ষার জটিলতা: আইএলটিএস একটি জটিল পরীক্ষা। যার ফলে বিভিন্ন ধরণের প্রশ্ন উপস্থাপনকারীরা করে এবং ছাত্র-ছাত্রীদের প্রশ্নগুলি সমাধান করতে হয় এবং টাইম ম্যানেজমেন্ট পরিচালনা করতে হয়। এই কারণে কিছু ছাত্র-ছাত্রীরা এই পরীক্ষা টি তে অংশগ্রহণ করতে কিছুটা ভয় পেয়ে থাকে।
এই অল্প সময়ে নতুন একটি ভাষা শিখে নিজের যোগ্যতার প্রমাণ দেওয়া মোটেই সহজ বিষয় নয়। কেননা IELTS পরীক্ষাতে আপনাকে রিডিং, লিসেনিং, রাইটিং ও স্পিকিং পরীক্ষা দিয়ে ভালো স্কোর করতে হয়। বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে স্কলারশিপ নিয়ে সম্পূর্ণ বিনা খরচে পড়তে হলে আইইএলটিএস পরীক্ষায় ভালো স্কোর করাও জরুরী। আর যেহেতু এটা প্রথম ভাষা নয় তাই কিছুটা ভয় থেকেই যায়।
IELTS ছাড়া বিদেশে উচ্চ শিক্ষা বিকল্প কি?
IELTS ছাড়াই বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণ করা সম্ভব। IELTS এর পরিবর্তে MOI দিয়ে অনেক দেশে উচ্চশিক্ষা গ্রহণ করা যায়।
MOI হলো Medium Of Instructions (MOI)। এই সার্টিফিকেট IELTS এর পরিবর্তে ব্যবহার করে আপনি চাইলে ইউরোপের সেরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারবেন। কিছু কিছু দেশের বিশ্ববিদ্যালয়ে IELTS এর পরিবর্তে MOI গ্রহণযোগ্য। কেননা MOI কে IELTS এর ৬.৫ স্কোর সমমান ধরা হয়ে থাকে।
তবে, MOI কিছু নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে গ্রহণ করে। MOI গ্রহণ করবে কিনা সেটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে উল্ল্যেখ থাকে। যদি কোনো কারণে উল্ল্যেখ না থাকে সেক্ষেত্রে কোর্স কোয়াডিনেটর কে ইমেইল করলেই না নিশ্চিত করতে পারবেন সহজেই।
ইউনাইটেড কিংডম (UK), চেক রিপাবলিক, বেলজিয়াম, নরওয়ে, পোল্যান্ড, নেদারল্যান্ড, হাঙ্গেরি, পর্তুগাল, লুক্সেমবার্গ, ফ্রান্স ও জার্মানি সহ অনেক দেশেই MOI গ্রহণ করে। তবে অবশ্যই খোজ নিয়ে দেখতে হবে যে, আপনি যে বিশ্ববিদ্যালয়ে পড়তে ইচ্ছুক সেই বিশ্ববিদ্যালয়ে MOI গ্রহণ করে কিনা।
আইইএলটিএস ছাড়া স্কলারশিপ পাওয়া সম্ভব?
আইইএলটিএস পরীক্ষা ছাড়াও বিদেশে সম্পূর্ণ স্কলারশিপ নিয়ে পড়াশোনা করা যায়। এক্ষেত্রে সাধারণত দুটি উপায়ে আপনি সম্পূর্ণ স্কলারশিপ নিয়ে বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক কিভাবে IELTS ছাড়া বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণ করা করা যায়।
১) ইংরেজিতে দক্ষতা অর্জন করা সার্টিফিকেট
আইইএলটিএস ছাড়া স্কলারশিপ নিয়ে আপনি যদি বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণ করতে চান তাহলে আপনাকে একটি সার্টিফিকেট দেখাতে হবে যে, আপনি একটি ইংরেজি ইন্সটিটিউট থেকে পড়াশোনা শেষ করেছেন।
২) বিকল্প ইংরেজি দক্ষতা পরীক্ষা
আপনি বিদেশ থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করতে চান কিন্তু আইইএলটিএস পরীক্ষা দিতে চান না। সেক্ষেত্রে আপনি বিকল্প ইংরেজি দক্ষতা পরীক্ষা দিয়ে IELTS ছাড়াই বিদেশে পড়াশোনা করতে পারবেন।
নিচে আইইএলটিএস বিকল্প একটি তালিকা প্রদান করা হল যা সম্পূর্ণ যাচাইকৃত এবং সম্পূর্ণ স্কলারশিপ প্রদান করার জন্য গৃহীত হয়।
টোফেল
ক্যামব্রিজ ইংরেজি টেস্ট
পাসওয়ার্ড ইংরেজি পরীক্ষা
ব্যবসায়িক ইংরেজি টেস্ট সংস্করণ
পিটিই ইউকোভিআই
আমেরিকান ACT ইংরেজি পরীক্ষা
আইইএলটিএস ছাড়া স্টুডেন্ট ভিসা পাওয়া যায়?
সত্যিকার অর্থে আইইএলটিএস পরীক্ষা ছাড়া বিদেশে উচ্চ শিক্ষার জন্য স্টুডেন্ট ভিসা পাওয়া যায় না। যেমন আপনি যদি আমেরিকা অথবা কানাডা তে উচ্চশিক্ষার জন্য আবেদন করেন তাহলে অবশ্যই আপনাকে IELTS পরীক্ষা দিতে হবে এবং সর্বনিম্ন স্কোর ৬ থাকতে হবে। নতুবা আপনি স্টুডেন্ট ভিসা পাবেন না।
তবে, এমন অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে পড়তে হলে আইইএলটিএস পরীক্ষা বাধ্যতামূলক নয়। তবে এটি কিছুটা কষ্টসাধ্য বটে।
IELTS ছাড়া ইউরোপের কোন কোন দেশে যাওয়া যায়?
IELTS ছাড়া ইউরোপের কোন কোন দেশে যাওয়া যায় চলুন সেই লিস্ট টি দেখে নেওয়া যাক।
১। বুলগেরিয়া
২। ক্রোশিয়া
৩। রোমানিয়া
৪। সার্বিয়া
৫। পোল্যান্ড
৬। ইতালি
৭। ফ্রান্স
৮। মালটা
৯। গ্রিস
১০। পর্তুগাল
ইউরোপের এই সকল দেশে আইইএলটিএস ছাড়াও পড়াশোনার জন্য যাওয়া যায়।
IELTS ছাড়া USA এ পড়াশুনা করা যায়?
IELTS ছারাও USA তে পড়াশোনা করা যায়। তবে আপনি চাইলে আইইএলটিএস এর বিকল্প পরীক্ষা যেমন, টোফেল বা পিয়ারসন ইংলিশ টেস্ট এর মাধ্যমে বিদেশে পড়াশোনার যোগ্যতা অর্জন করতে পারেন।
অথবা আপনাকে একটি সার্টিফিকেট দেখাতে হবে যে, আপনি একটি ইংরেজি ইন্সটিটিউট থেকে পড়াশোনা শেষ করেছেন।
IELTS ছাড়া কি কানাডা যাওয়া যায়?
অনেকেই জানতে আগ্রহী যে, আইইএলটিএস ছাড়া কানাডা যাওয়া সম্ভব কিনা? –প্রশ্নের উত্তর হলো, না।
আপনি যদি উচ্চ শিক্ষার জন্য কানাডা যেতে চান সেক্ষেত্রে আপনাকে আইইএলটিএস অথবা টোফেল মিনিমাম স্কোর অর্জন করতে হবে। নতুবা আপনি কোনোভাবেই উচ্চ শিক্ষার জন্য কানাডা যেতে পারবেন না।
IELTS ছাড়া কি Germany যাওয়া যায়?
বলা হয়ে থাকে "Germany is the home for Higher Education" আপনি জেনে অবাক হবেন যে জার্মানির বেশিরভাগ বিশ্ববিদ্যালয় এখানে সম্পূর্ণ স্কলারশিপে পড়াশোনা করার সুযোগ দেয় এবং জার্মানি একমাত্র দেশ যা এই সুযোগ প্রায় সব ইউনিভার্সিটিতেই দিয়ে থাকে।
আপনি যখন আপনার উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাবেন তখন আপনার নির্বাচন করা বিশ্ববিদ্যালয় একটি সার্টিফিকেট চাইবে যে আপনি এর আগে যেখানে পড়াশোনা করেছেন সেখানে আপনাকে ইংরেজিতে আপনার কোর্স সম্পন্ন করানো হয়েছে।
মজার বিষয় হলো যে, জার্মানির অনেক বিশ্ববিদ্যালয় আপনাকে আইইএলটিএস পরীক্ষা ছাড়াই সেখানে পড়াশোনার সুযোগ দেবে। তবে তারা আইইএলটিএস এর পরিবর্তে আপনার থেকে MOI সার্টিফিকেট চাইবে। যা আমরা এই ব্লগে ইতিমধ্যেই আলোচনা করেছি।
উল্লেখ্য যে আপনি যদি আইইএলটিএস ছাড়াই জার্মানিতে আপনার উচ্চ শিক্ষা গ্রহণ করতে চান শুধুমাত্র সেক্ষেত্রেই MOI সার্টিফিকেট জমা দিতে হবে।
নোটঃ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের সুযোগ সুবিধা এবং ভর্তি প্রক্রিয়া ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তাই আবেদনে পূর্বে অবশ্যই সেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট খুলে দেখা জরুরী।
আমাদের শেষকথা
IELTS কি? কেন প্রয়োজন? IELTS ছাড়া বিদেশে উচ্চ শিক্ষার জন্য কিভাবে আবেদন করা যেতে পারে ইত্যাদি সকল বিষয় সম্পর্কে এই ব্লগে আলোচনা করা হয়েছে। আমরা আশা করি এই ব্লগের মাধ্যমে আপনি আপনার সকল প্রশ্নের সঠিক উত্তর খুঁজে পেয়েছেন।
এই আর্টিকেলের মাধ্যমে আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি আইইএলটিএস পরীক্ষা ছাড়া কিভাবে আপনি সম্পূর্ণ স্কলারশিপে বিদেশে উচ্চ শিক্ষা এর মাধ্যমে আপনার পছন্দের ডিগ্রি অর্জন করতে পারবেন।
0 Comments
Thanks for submiting your comment. I will replay as soon as possible.
Thanks.